Wednesday, January 17, 2007

লেখার এলোমেলো ড্রাফট ০৬

ক্লান্ত চোখের পিটপিটানিতে ধরা পড়ে রিঙলেস মুঠোফোনের আলোর খেলা। ওপাশের সম্বোধনকে সাথে করে কনকনে রাত 20... 40... 60... সেকেন্ড ধরে হারিয়ে যায় সময়ের গহীন উপত্যকায়। বদ্ধ চোখে ভাবনার সাগরে ডুব দেয়া চেতনা বাস্তবে ফিরে আসে 'কুষ্ঠ' রোগের প্রত্যাশায়। কোন এক অবসেশনে আবারো সর্বোনাশের দোরগোড়ায় দাঁড়িয়ে চেতনারা ঘটঘট কড়া নাড়ে। ঘুমের অজুহাতে দৃশ্যপট ছাড়লেও আবেশী মন থাকে অবশ হয়ে! কেটে যায় সময়, প্রহর, মুহুর্ত ঘন্টার এককে। এ্যাক্সেসে গন্ডগোল বড় বাঁধা হয়ে দাঁড়ায়, সম্ভবতঃ রিপুর তাড়নায় ঘটাশ শব্দে ছেদ পড়ে। যান্ত্রিক গোলযোগকে দায়ী করে ক্লান্ত বাহু তার কাজ করে চলে স্বয়ংক্রীয়। যদি বুঝা যেতো গোলযোগ হয় ইচ্ছাকৃত, হয়তো পাথরের ওজনটা আরেকটু বাড়তো না!

No comments: