Friday, January 26, 2007

লেখার এলোমেলো ড্রাফট ০৭

সন্ধ্যার আগমনে ক্ষিপ্ত মেজাজ বিক্ষিপ্ত করে ছড়িয়ে দেয় সমস্ত ভাবনা। পটাপট খুলে যেতে থাকে খিলহীন দরোজার কপাট। পথে যেতে যেতে এর ওর 'মাদাররে-ফাদার' গালি দিয়ে চৌদ্দতম বংশধরের উদ্ধার করা হয় সারা। ঘরে ফিরে ওভাবেই বালিশে এলিয়ে দেয়া মাথায় নামে স্বপ্নের ভীর। বেরসিক মোবাইল সুর বাজিয়ে যায় সমান তালে বিনা ছন্দপতনে। খুঁজে পাওয়া যায় পুরাণা পলটনের সেই গলি। পরমুহুর্তেই বদল দৃশ্যপট। ঘাড় ঘুরাণো এক চপলা, মেঘকালো কেশরাজীর ফাঁকে অবাক বিস্ময়ে তাকিয়ে...। অপ্রস্তুত মনেহয়, কায়মনোবাক্যে দৃশ্যপট বদলে যাবার প্রার্থণা। ঠিক তখনই কানে আসে 'বীপ' শব্দটা - "কি মিয়া ঘুমাও নাকি..."। সামলে নিতে সময় লাগে, অবাস্তবে আশ্বস্ত হওয়া হয়। ঘোরের মধ্যেই শোনা যায়, "... নট ইন কাভারেজ"...!

No comments: