বিষণ্ণতার পুজারী
ঘুম ভাঙলে ধূমায়িত কফির মতো মনখারাপ প্যাঁচিয়ে ওপরে উঠতে থাকে।দেড়দিন ধরে ফোন বন্ধ, সবকিছু থেকে দূরে থাকতে চেয়েও হচ্ছে কি! চারদিকে একটা বিষণ্ণতার ছোঁয়া, নিজের ভেতরে বিষণ্ণতার মেলা। ব্যস্ততার গহীন অরণ্যে পথহারা হঠাৎ রিলিফ কিছু নেই আর। সব কিছুই কেমন বিষণ্ণতায় ভরা...
No comments:
Post a Comment