Wednesday, December 27, 2006

রিমেম্বার হোয়েন ইট রেইনড্ :: ভালো (না)লাগা অনুভূতি

এই একটা গান, দেবার আগে ভাবছিলাম বাংলা করে দিবো, কিন্ত করতে গিয়ে সাহসে কুলালো না, পিছিয়ে এলাম। আমার দ্বারা এর বাংলা করা সম্ভব না। যে সুন্দর করে গাওয়া, যে অদ্ভুত রকমের শৈলী আছে গানটাতে, বাংলা করতে গেলেই তা ব্যহত হবে আমার হাতে।

গানটি যেভাবে আছে, যেরকম আছে সেভাবেই তার স্বাতন্ত্র্য বিদ্যমান।
"টিয়ার্স অব হোপ রান ডাউন মাই স্কিন, টিয়ার্স ফর ইয়্যু দেট য়্যুল নেভার ড্রাই, দে ম্যাগনিফাই দ্যা ওয়ান উইদিন, লেট দ্যা আউটসাইড স্লোলী ডাই..." কীভাবে ভাষায় প্রকাশ করা যাবে!

http://www.box.net/public/8ol65sqp0k

No comments: