Tuesday, January 02, 2007

লেখার এলোমেলো ড্রাফট ০৫

সময়ের স্রোতে উড়া চলা কোয়ান্টাসের ডানায় ভর করে কিংসফোর্ড স্মিথের বহির্মুখে পরিচিত সেই মুখ, বন্ধু কী খবর বল? কতোদিন দেখি নি!! চারচাকার পঙ্খীরাজ প্রিন্সেস হাইওয়ে থেকে রকডেইল হয়ে ইস্টউডের দিকে ছুটে, চোখের পর্দায় পিছনে হটে যায় পূর্ব পরিচিত রাস্তার ধার। রাতের আলোয় টোঁটোঁ করে স্মৃতি হাতড়ে বেড়ায় কয়েক জোড়া চোখ। বর্ষবরণে সার্কুলার কীতে সম্মিলিত চিৎকার, "দোস্ত কে জানি গোলাপ জল ছিঁটায় রে"। অনেক গুলো দিনের শেষে অকারণে হেসে কুটিকুটির খেলা চলে অনবরতঃ। অক্লান্তিকর ঘূর্ণন শেষে ক্লান্ত দেহের ঠাঁই হয় ফেরৎ জাহাজের মোলায়েম আসনে। পরিচিত বিমর্ষ মুখ গুলোকে পাশ কাটিয়ে দৈত্যাকার জাহাজ হ্যাঙ্গার ছেড়ে বেরিয়ে আসে। গোধূলির আলোতে উপর থেকে আবারো বিদায় জানানো হয় কিংসফোর্ড স্মিথ ইন্টারন্যাশনালকে...!

1 comment:

Data Cabling Gilbert said...

Thiis is a great blog