Wednesday, April 18, 2007

ধীরে ধীরে!

ধীরে ধীরে সকালের সূর্য্য ঢলে পড়ে একসময় পশ্চিমাকাশে,
ধীরে ধীরে গোধূলী পেরিয়ে সন্ধ্যা নেমে আসে একসময়,
ধুরুধুরু বুকে একসময় কাছে আসা প্রিয়ার চকচকে চোখ ঘোলাটে হয়ে আসে ধীরে ধীরে,
ধীরে ধীরে সবাই 'ইনোসেন্স' এর দিকে রিটার্ণ করে
এবং-

সকল গুজবই সত্যি হয় একসময় ধীরে ধীরে...
ধীরে ধীরে...!

No comments: