Sunday, September 17, 2006

লেখার এলোমেলো ড্রাফট ০২




গ্রে মেটারে অবস্থানরত সুনিয়ন্ত্রিত ঘূন পোকাটা কটকট কামড়ে জানান দেয় অর্ধদশক পূর্তির কথা। প্রবল উৎসাহে ফুটুশ শব্দে শ্যাম্পেনের কর্ক খোলা না হলেও ধোঁয়ার কুন্ডলী ক্রমাগত দলা পাকিয়ে ওপরে উঠে যায়। বদ্ধ চোখ, ঘন নীলের মাঝে উঁকি দিয়ে সাদা মেঘের ছড়াছড়ি দেখে। অনিয়ন্ত্রিত ধেয়ে চলা সময়ের সাথে পাল্লা দিয়ে স্মৃতি ছুট লাগায়। উপত্যকার গহীনে হাতরে ফেরে আপন অস্তিত্বের চারুকলা। আঙুলের ফাঁকে পুড়তে থাকা ধোঁয়ার ঘনত্ব বাড়তে থাকে। উপরে মুখ টিপে হাসতে থাকে শরতের এক টুকরা আকাশ।

No comments: