লেখার এলোমেলো ড্রাফট ০৩
সর্বশেষ কৃত্রিম আলোটাও নিভে যায় 'শুট' করে। নি:ছিদ্্র অন্ধকারে ডুবন্ত আসবাবহীন ঘরের প্রতিটা কোণ জুড়ে কেবল মোমবাতি আর মোমবাতি। নানা আকার নানা বর্ণ ছাপিয়ে এক মিশ্র ঘ্রাণে ঘ্রাণেন্দ্রীয় ব্যতিব্যস্ত , উদ্ভাসিত ভৌতিক আলোয়! হর্ণস্বি গামি সিটি রেলের ট্রেনটা বেরোরা এসে থামে। জনমানবহীন প্লাটফরম দেখে রোবটের মতো চালকের মুখেও কাষ্ঠহাসি ফোটে!
No comments:
Post a Comment