লেখার এলোমেলো ড্রাফট ০৪
চেতনার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির একটা ঝাপ্টা লাগে মুখে। উড়িয়ে নিয়ে যায় উতলা হাওয়া, বেরোরার সেই ঝটকা ভাবটা নেই। আছে মাউন্ট কোলাহ্, ড্রুয়িটের ঝরঝরে শিহরণ। তিনবোন- জিগজাগের ভূতুরে শান্ত নিবিরতা পেরিয়ে, গোধূলী বেলার কনে দেখা আলোর সোনালী রঙে আটলান্টিক সিটির জাহাজ সদৃশ ক্যাসিনোর আধোজল আধোডাঙা মাড়িয়ে গজে ওঠা রঙীন পাখায় ভর করে ভাবনার প্রজাপতি ছুঁটে চলে ভিসিইউ ক্যাম্পাসের গাঢ় সবুজ উদ্দ্যানের মখমল পরিসরে। শীতের আগমনে ঝরে পরা বিহবল পত্রকুল কড়কড় শব্দে পদদলিত করে হেঁটে যায় কয়েকজোড়া মনুষ্যকপোত। পথের ওপর বিছিয়ে থাকা উষ্ণ আবরণ অতি কষ্টে নিজখেদ নিবৃত করে।
No comments:
Post a Comment