শিরোনামহীন অনুভূতি
রোণে দে আজ হামকো, দো আঁখে সো জানে দে-
বাহু মে লে লে অর খুদকো ভিগ জানে দে!
হ্যায় যো সিনে মে ক্কয়েদ দরিয়া, ভো ছুট যায়েগা-
হ্যায় ইতনা দার্দ কে তেরা দামান, ভিগ জায়েগা!!
কাল সন্ধ্যা থেকে মাথায় এই লাইন গুলো ঘুরছে। সত্যি বলছি আমি প্রেমে পড়িনি। প্রেমে পড়া আমার হবে না কখনোই, এটা জানি।
নাহ, মন ও খারাপ না, কিন্ত যখন কিছু অনুভূতি এসে ’হঠাত’ দরজায় টোকা মেরে যায়, তখন খুব একটা ভালো ও লাগে না।
ভালো লাগে না এই জন্যে যে, দরজায় টোকাটা আর “টোকা“-র পর্যায়ে থাকে না। সেটা হয়ে যায় প্রচন্ড জোড়ে ধাক্কা-ধাক্কি!
শান্তিপ্রিয় মানুষ আমি, দ্বার-রুদ্ধ করে ঘুমানোর পর দরজায় “সুনামির“ আন্দোলন ভাল্লাগে?
বাহু মে লে লে অর খুদকো ভিগ জানে দে!
হ্যায় যো সিনে মে ক্কয়েদ দরিয়া, ভো ছুট যায়েগা-
হ্যায় ইতনা দার্দ কে তেরা দামান, ভিগ জায়েগা!!
কাল সন্ধ্যা থেকে মাথায় এই লাইন গুলো ঘুরছে। সত্যি বলছি আমি প্রেমে পড়িনি। প্রেমে পড়া আমার হবে না কখনোই, এটা জানি।
নাহ, মন ও খারাপ না, কিন্ত যখন কিছু অনুভূতি এসে ’হঠাত’ দরজায় টোকা মেরে যায়, তখন খুব একটা ভালো ও লাগে না।
ভালো লাগে না এই জন্যে যে, দরজায় টোকাটা আর “টোকা“-র পর্যায়ে থাকে না। সেটা হয়ে যায় প্রচন্ড জোড়ে ধাক্কা-ধাক্কি!
শান্তিপ্রিয় মানুষ আমি, দ্বার-রুদ্ধ করে ঘুমানোর পর দরজায় “সুনামির“ আন্দোলন ভাল্লাগে?
No comments:
Post a Comment