শোক সংবাদ : দুষ্টু রাজপুত্তুর ধরা পড়িয়াছে
সারা পৃথিবীতে আপামর বাঙালীর মাঝে শোকের মাতম পড়িয়া গিয়াছে। কেহ কেহ রাস্তায় নামিয়া বুক-পিঠ চাপরাইয়া “হায় আজপুত্তুর... হায় আজপুত্তুর“ বলিয়া মহরমের ন্যায় শোক মিছিল করিতে নামিয়া গিয়াছে। কাহারো কাহারো আখি জলে রাস্তা প্লাবিত হইয়া জনজীবনে ধ্বস নামিয়া গিয়াছে। সবার কথা একটাই- “কামঠা কি ঠিক হইলে বাহে“?
আজপুত্তুরের বেলায় না হয় ঠিক হয় নাই মাগার তাহার সহিত জোটে জোট লাগানো দলের শিক্ষার্থী সংগঠনের সভাসদের পদ অধিকারী দুগ্ধে ধৌত তাহের ছাহেব (সালাম)কে কোন বেয়াক্কেল আটক করিয়াছে উহা জানিতে বড়ই মন চাহিতেছে। সর্বশেষ খবরে প্রকাশ পাইয়াছে, এই ঘটনায় ও সর্ব সাধারন ক্রন্দন করিতে করিতে মূর্ছা গিয়াছেন।
আপনারা যারা উপরিউক্ত সংবাদদ্বয়ে মর্মাহত, বিমর্ষ হইয়া পড়িয়াছেন - উহারা একেএকে, দলেদলে, সদলবলে, আস্তে কইরা একটা টোকা মাইরা যাইয়েন।
ভাইয়েরা আমার, আমি দু:খের জ্বালায় আর লেখতে পারতাছি না, আঁখির জলের বানের কারনে কিছুই দৃশ্যম করিতে পারিতেছি না বিধায় এইখানেই লেখাখানির ইতি টানিতে হইলো।
ভবদীয়,
শোক সন্তপ্ত এক ভক্ত
1 comment:
Heavy funny laghche pore.
Post a Comment